সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

শুক্রবার (২৭ জুন) মধ্য রাত থেকে সকাল ১০টা পর্যন্ত পৃথকভাবে ঘটেছে এসব দুর্ঘটনা।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ঢাকামুখী লেনে পণ্য বোঝাই পিকাপের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ গেছে এক মোটরসাইকেল চালকের। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও তিন মোটরসাইকেল আরোহী।

IMG-20250627-WA0007

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কুচিয়ামোড়া ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব হোসেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রাত সাড়ে ৩টার দিকে একই এলাকায় কুচিয়ামোড়া সেতুর ঢালের ঢাকামুখী লেনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ে উঠে যায়। এ সময় আহত হয় ট্রাক চালক ও হেলপার।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোর ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

পরে সকাল ১০টায় এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরান ফেরিঘাট এলাকায় সড়কে থেমে থাকা নষ্ট পিকাপ ভ্যান মেরামতের সময় পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে চালক আটকা পড়ে। এরপর ফায়ার সার্ভিস শুভ নামের এই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

IMG-20250627-WA0014

এসব তথ্য নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মাত্রা অতিরিক্ত গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় এক্সপ্রেসওয়েতে। এসব ঘটনায় দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করেছে পুলিশ। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত মোটরসাইকেলের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের স্বজনদের কাছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের ছবিটি শুক্রবার সকালে তোলা - ঢাকা মেইল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর