সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোর ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোর ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রো ও দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মেঘনায় বালুমহালে গ্রামবাসীর হামলা, ৫ শ্রমিক আহত, ড্রেজারে আগুন

এ ঘটনায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় মহাসড়কের ঢাকা মুখে লেনে যান চলাচল।

IMG-20250620-WA0010

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকা মুখে লেনে প্রাইভেটকার থামিয়ে চাকা মেরামতের জন্য নেমেছিলেন নিহত চালক শেখ ইবনে হিরো (৩৬)। এ সময় একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে পেছন দিকে ধাক্কা দেয়। এরপর মাওয়া থেকে ঢাকাগামী বি-এম পরিবহনের আরও একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কাদেয় প্রাইভেটকার ও মাইক্রোটিকে। এতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন একজনকে।


বিজ্ঞাপন


thumbnail_ফুটেজ-(প্রাইভেটকার_চালক_নিহত)_মুন্সিগঞ্জ_20.06.2025(5)

নিহত প্রাইভেটকার চালক শেখ ইবনে হিরো (৩৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সরুজ শেখের ছেলে ও পেশায় একজন গাড়ি চালক, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

thumbnail_ফুটেজ-(প্রাইভেটকার_চালক_নিহত)_মুন্সিগঞ্জ_20.06.2025(1)

এদিকে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও মাইক্রোটিক জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত বাস চালক ও হেলপার। বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

IMG-20250620-WA0012

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের ছবিটি শুক্রবার রাতে তোলা - ঢাকা মেইল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর