মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যোন্ট মানজুরুল হাসান খান।


বিজ্ঞাপন


তিনি বলেন, যৌথ বাহিনী ২৪ জুন দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুলেশন ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজীকে (১৮) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে জাল টাকার নোটসহ যুবক আটক

গ্রেফতার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর