বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে জাল টাকার নোটসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে জাল টাকার নোটসহ যুবক আটক

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ টাকার ৪৯টি জাল নোটসহ মো. আশরাফুল জামান তন্ময় (২৪) নামে যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে তাকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকা থেকে আটক করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান।

তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে মহামায়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী জামানকে আটক করে। এসম তার কাছ থেকে ২০০টাকার ৪৯টি জাল নোট (৯৮০০টাকা) উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর