সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় খালে গোসল করতে নেমে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে পেকুয়ার  টইটং ইউনিয়নের সীমান্ত ব্রিজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে।

আরও পড়ুন

গাইবান্ধায় বাগানে মিলল ইলেকট্রিশিয়ানের মরদেহ

স্থানীয়রা জানান, পারভেজ বিকেলে তার বন্ধুদের সঙ্গে নিয়ে খালের পাশে ফুটবল খেলছিল। খেলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ারছরা খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পারভেজ আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ হয়ে পড়েন। তার সহপাঠীরা অনেকটা তাকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর