মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় বাগানে মিলল ইলেকট্রিশিয়ানের মরদেহ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাগানে মিলল ইলেকট্রিশিয়ানের মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বাগান থেকে ছোলায়মান মিয়া (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) উপজেলার কামারদহ ইউনিয়নের বার্ণা চন্দ্রশেখর দীঘলকান্দি এলাকার ইউক্যালিপটার্স বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত ছোলায়মান মিয়া বার্না চন্দ্রশেখর দিঘলকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।  

আরও পড়ুন

খুলনায় একই দিনে দু'জনের লাশ উদ্ধার

স্বজনরা জানায়, ছোলায়মান মিয়া পেশায় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তার সঙ্গে প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই একপর্যায়ে রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। পরের দিন সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে প্রতিবেশী ছকিনা বেগম নামের এক নারী ওই বাগানের পাশে ঘাস কাটতে গিয়ে গাছে ঝুলন্ত লাশ ঝুলন্ত দেখতে পায়। এ খবর পেয়ে ছোলায়মান মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) ইকবাল পাশা বলেন, ছোলায়মান মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর