সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গরম পানি দিয়ে শ্রমিকের শরীর ঝলসে দেওয়া আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, সোনারগাঁও
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

গরম পানি দিয়ে শ্রমিকের শরীর ঝলসে দেওয়া আসামি গ্রেফতার

সোনারগাঁ উপজেলার পৌরসভায় আলোচিত গরম পানি দিয়ে শ্রমিককে ঝলসে দেওয়া আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ জুন)  রাতে তাকে সোনারগাঁও পৌরসভার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে রোববার সকালে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। সে সাথে অনলাইন পোর্টালে ও সংবাদ প্রকাশ হয়। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, সংবাদ প্রচারে তোলপাড় সৃষ্টির পর আসামি আব্দুর রবকে গ্রেফতার করা হয়েছেন।

গ্রেফতার ব্যক্তি আব্দুল রব সোনারগাঁও পৌরসভার অর্জন্দী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

ছোট ভাইকে ফাঁসাতে গরম পানি ঢেলে শ্রমিককে হত্যার চেষ্টা

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার জানান, রোববার (২২ জুন) সকালে অর্জন্দী গ্রামে পনির হোসেন মোল্লার বাড়িতে শ্রমিক হিসেবে কাজে যান দরপত গ্রামের খোরশেদ আলমসহ প্রমুখ। পূর্ব থেকে পূর্ব শত্রুতার কারণে পনির হোসেন মোল্লা ও আব্দুর রব মোল্লার জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এমন অবস্থায় পনির হোসেন মোল্লার বড় ভাই আব্দুল রব ও তার মেয়ে মুনিরা আক্তার মিলে খোরশেদ আলমকে কাজ করা অবস্থায় গরম পানি ঢেলে দেয়। এলাকাবাসী আহত অবস্থায় সেই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়। পরবর্তীতে তার অবস্থা  আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সংবাদ প্রচার ও ভিডিও ভাইরাল হলে এ বিষয়ে আহতের ছোট ভাই নুরুল হক ২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। উপজেলাজুড়ে তোলপাড় হলে অবশেষে গেল রাতে পুলিশ আসামিকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁ থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর