নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় পারিবারিক পূর্ব শত্রুতার ধরে ছোট ভাইয়ের বাড়িতে কাজ করা অবস্থায় শ্রমিকের ওপর গরম পানি ঢেলে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২২ জুন) সকালে সোনারগাঁও পৌরসভার অর্জুনদি এলাকায় এই ঘটনা ঘটে এ বিষয়ে আহত খোরশেদ আলমের ভাই নূরুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় আব্দুর রব মোল্লা ও মুনিরা আক্তার মুন্নি এ দুজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞাপন
দিনমজুর খোরশেদ আলম পনির মোল্লার বাড়িতে কাজ করা অবস্থায় বিল্ডিংয়ের ছাদ থেকে গরম পানি ঢেলে দেয় পনির মোল্লার বড় ভাই ও ভাবি।
ছোট ভাইয়ের ফাঁসাতে বড় ভাই ভাবি পরিকল্পিতভাবে শ্রমিক হত্যার উদ্দেশে গরম পানি দিয়ে সারা শরীর ঝলসে দেয়।
খোরশেদ আলমের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

