মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসি পরীক্ষার আগে পানি নিষ্কাশনে বাধা, শিক্ষকদের ওপর হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষার আগে পানি নিষ্কাশনে বাধা, শিক্ষকদের ওপর হামলার অভিযোগ

বরগুনার আমতলীতে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের লেকের জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের সময় স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া ও তার লোকজনের বাধার মুখে পড়েন কলেজ শিক্ষক ও পৌরসভা কর্মীরা।

রোববার (২২ জুন) দুপুরে তারা পাইপ স্থাপন করতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজে দেড় হাজারের বেশি ছাত্রী অধ্যয়নরত। কলেজের সামনের লেকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পচা দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পৌরসভা পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়।

আরও পড়ুন

ভেঙে গেছে বেইলি ব্রিজ, দুশ্চিন্তায় ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা

কলেজ ও পৌর কর্তৃপক্ষের অভিযোগ, আগামী ২৬ জুন এইচএসসি পরীক্ষা বানচাল করতেই বাবুল মিয়া ও তার পরিবারের সদস্যরা বাধা দিয়েছেন। অভিযুক্তরা শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে বলে জানা যায়।

thumbnail_IMG-20250622-WA0008


বিজ্ঞাপন


পৌর প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, পাইপ বসাতে গেলে বাবুল মিয়া ও তার লোকজন বাধা দেয় ও ধাওয়া করে।

অন্যদিকে, বাবুল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন, কলেজের পানি আমার জমির ওপর দিয়ে গেলে ক্ষতি হয়, তাই বাধা দিয়েছি। তবে হামলার অভিযোগ সত্য নয়।

thumbnail_IMG-20250622-WA0007

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর