মাছ চুরি ঠেকাতে পুকুর ঘিরে বিদ্যুতায়িত বেড়া বসানো হয়েছিল। সেই বেড়ায় স্পর্শ করে প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া (৩০) নামের এক কৃষক।
রোববার (২২ জুন) সকালে চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত ঝাঝরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নিহত চাঁন মিয়া বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা সাহেব আলীর ছেলে। তিনি মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, একই গ্রামের আব্বাস আলী কেরু অ্যান্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। মাছ চুরি ও শিয়াল-কুকুরের আক্রমণ ঠেকাতে তিনি পুকুরের চারপাশে জিআই তার টানিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
আরও পড়ুন: শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বিজ্ঞাপন
রোববার সকালে চাঁন মিয়া মাঠে কৃষিকাজে যাওয়ার পথে ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতায়িত জিআই তারে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এমইউ

