মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 

জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১১:০২ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারি এলাকায় এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

শনিবার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিদ্যুৎস্পৃষ্টে নিহত গৃহবধূর  নাম মোর্শেদা বেগম (৪০)। তিনি ওই গ্রামের কালু মিয়ার স্ত্রী।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী এ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিদ্যুতায়িত হওয়ার পর পরিবারের সদস্যরা দ্রুত আহত গৃহবধূকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মোর্শেদাকে মৃত ঘোষণা করেন। মূলত, বাড়ির কাজের জন্য ব্যবহৃত একটি বৈদ্যুতিক যন্ত্রে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর