সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না: মিয়া গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশবাসীকে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুলাই চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতীয় মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।

শনিবার (২১ জুন) যশোর শিল্পকলা একাডেমিতে বেলা ১১টায় যশোরে দলের রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘ইসলামপন্থীদের সমঝোতা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’

তিনি আরও বলেন, দেশের স্বার্থে জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি।

thumbnail_IMG_20250621_105459

তিনি বলেন, মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।


বিজ্ঞাপন


জেলা জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলার রুকনরা শিক্ষা শিবিরে অংশ নেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর