সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ইসলামপন্থীদের সমঝোতা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

islami
প্রধান অতিথির বক্তব্য দেন ফজলে বারী মাসউদ। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থী দলগুলোর একটি সমঝোতার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, সমঝোতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কতিপয় দল নির্বাচনী আশ্বাস দেওয়া শুরু করে দিয়েছে। যা অতীতেও দিয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে শূন্য। তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ ও ১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে হবে, না চাইলে হবে না- এটা অযৌক্তি কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সক্রিয় ছিল এবং মতামত দিয়ে আসছে, জনমত তৈরি করছে। এখন বিএনপি ব্যতীত অধিকাংশ দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছে। বিএনপি যদি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক চর্চা করে, তাহলে কেন তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে তা আমাদের বোধগম্য নয়।

আরও পড়ুন

২৮ জুন ঢাকায় গণজোয়ার তৈরি হবে: চরমোনাই পীর

‘সভ্যতার স্বার্থেই ইসরায়েলের দুর্বৃত্তপনা রোধ করতে হবে’

ফজলে বারী মাসউদ বলেন, আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার এবং দেশবাসীকে নতুন বার্তা দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি আরমান হোসাইন ও গোলাম মোস্তফা। 


বিজ্ঞাপন


এছাড়াও ঢাকা ১৫ ও ঢাকা ১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা উত্তরের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। প্রার্থী বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি ওয়ালী উল্লাহ, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দীন, মুফতি হাবিবুল্লাহ ও মুহাম্মাদ নাজমুল হাসান।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর