সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

bus
বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি পাঁচজন নিহতের খবর নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজের কাছে একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। 

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

এর আগে বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট উপজেলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দার কোদালধর বাজার এলাকায় এলে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত এবং তিনজন আহত হন। 

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর