সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ার আদমদিঘীতে ট্রাকচাপায় তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটার শফিকুল ইসলাম লিংকন (২১), ছোয়াইব হাসান (২২) ও বগুড়া সদরের মুশফিকুর রহমান (২১)

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলের দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদিঘী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শফিকুল ইসলাম লিংকন সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোয়াইব হাসান একই উপজেলার উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।  

আরও পড়ুন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত 

নিহতের স্বজনরা জানায়, ওই তিন যুবক সাঘাটার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আদমদিঘীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় শফিকুল ইসলাম লিংকন ছোয়াইব হাসানসহ বগুড়া সদরের মুশফিকুর রহমান (২১) নিহত হয়েছেন।

বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন,  খবর পেয়ে ওই স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর