সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে ৫ হাজার আনারস কেটে সাবাড়

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে ৫ হাজার আনারস কেটে সাবাড়

টাঙ্গাইলের মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার (১৮ জুন) মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আনারস বাগানের মালিক ময়েজ উদ্দিনের স্ত্রী আসমা বেগম।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাতের কোনো সময়ে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবুদিয়া এলাকায় ময়েজ উদ্দিনের আনারস কেটেছে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


thumbnail_1000014196

ময়েজ উদ্দিনের ছেলে আলামিন জানান, গত বুধবার সকালে জানতে পারি আমাদের আনারস বাগানের সবগুলো আনারস কেটে ফেলা হয়েছে। বাগানে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার আনারস ছিল। এতে কমপক্ষে ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরে ৩৪টি স্লুইস গেট অকেজো, চুরি হচ্ছে যন্ত্রাংশ

আলামিনের দাবি, তার বড় বোন জামাই জাহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তাদের। শত্রুতার জেরে রাতের আঁধারে তিনি তার দলবল নিয়ে আনারসগুলো কেটে ফেলেছেন।


বিজ্ঞাপন


thumbnail_1000014197

এ প্রসঙ্গে আলামিনের বড় বোন জামাই জাহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট।

এদিকে স্থানীয়রা জানায়, ময়েজ দরিদ্র মানুষ৷ আনারস চাষাবাদ করে সংসার চালায় করেন। তার কষ্টের ফসল আনারস এভাবে যারাই কেটে ক্ষতি করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

thumbnail_1000014198

এ ব্যাপারে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম জানান, আনারস কেটে ফেলার অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলাম। অভিযোগে দুই জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ তদন্তদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ক্যাপশন: টাঙ্গাইলের মধুপু্রে গোবুদিয়া গ্রামের ময়েজ উদ্দিনের আনারস বাগান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর