সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে ৩৪টি স্লুইস গেট অকেজো, চুরি হচ্ছে যন্ত্রাংশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে ৩৪টি স্লুইস গেট অকেজো, চুরি হচ্ছে যন্ত্রাংশ

রক্ষণাবেক্ষণের অভাবে মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন নদ-নদী ও খালের ওপর ব্রিটিশ আমলে নির্মিত ৩৪টি স্লুইস গেট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এতে ব্যাহত হচ্ছে পানি ব্যবস্থাপনা, কৃষিকাজে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা।

স্থানীয়রা জানান, এসব স্লুইস গেট সচল না থাকায় কৃষিজমিতে সঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না। পাশাপাশি দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ।


বিজ্ঞাপন


জানা যায়, রাজৈরের আমগ্রাম, কালকিনির রমজানপুরসহ জেলার ৫টি উপজেলায় স্থাপিত স্লুইস গেটগুলোর মধ্যে ২৯টি সম্পূর্ণভাবে অচল। বাকি ৫টি কোনো মতে দাঁড়িয়ে থাকলেও মেরামতের অযোগ্য।

মোস্তফাপুরের কুমার নদীর ওপর থাকা স্লুইস গেটটির পুরো অংশ মরিচায় ক্ষতিগ্রস্ত; পলি পড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। চোকদার ব্রিজ সংলগ্ন স্লুইস গেটেও একই অবস্থা। চারপাশে আগাছা আর লতাপাতায় ঢেকে গেছে গেটের গঠন।

ii

ঘটমাঝি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মকবুল বেপারী বলেন, ‘স্লুইস গেটটি সচল থাকলে কৃষিকাজে অনেক উপকার হতো। কিন্তু বহুদিন ধরে এটি বন্ধ, যন্ত্রাংশও চুরি হচ্ছে।’


বিজ্ঞাপন


সৌদি প্রবাসী লুৎফর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি গেটটি বন্ধ। কর্তৃপক্ষের নজরদারির অভাবে দিনের পর দিন এটি অকেজো হয়ে পড়ে আছে।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান জানান, ‘স্লুইস গেট পুনর্নির্মাণ ও সচল করতে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। অনুমোদনের জন্য তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।’

পাউবো সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলায় ১৭টি নদ-নদী কাগজে-কলমে থাকলেও বর্তমানে দৃশ্যমান নদীর সংখ্যা ১০টি, যার বিস্তৃতি প্রায় ২৫০ কিলোমিটার। জেলার মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ কৃষি খাতের ওপর নির্ভরশীল। অথচ স্লুইস গেট অকেজো থাকায় কৃষি ও পানি ব্যবস্থাপনায় দেখা দিয়েছে গুরুতর সংকট।

s

জেলাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে স্লুইস গেটগুলো সচল করা হোক—ফিরে আসুক নদী ব্যবস্থাপনায় স্বাভাবিকতা ও কৃষিতে প্রাণ।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর