সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই ভবনের ছাদে দাঁড়িয়ে সংঘর্ষে আহত ৫

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

দুই ভবনের ছাদে দাঁড়িয়ে সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই পরিবারের লোকজন পাশাপাশি দু'’টি ভবনের ছাদে দাঁড়িয়ে সংঘর্ষে জড়িয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছেন। ইটপাটকেল ছোড়াছুড়ির সেই দৃশ্যের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারিক বিরোধে দুই পরিবারে উত্তেজনা ছিল। সংঘর্ষে নেতৃত্ব দেন লাখাই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফজলু মিয়া ও একই গ্রামের এনামুল হক।

thumbnail_Habiganj_Pic-24

ভিডিওতে দেখা যায়, পাশাপাশি দু'টি ভবনের ছাদে অবস্থান নিয়ে দুইপক্ষ বেপরোয়া হয়ে ওঠে। তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। ছাদের কিনারায় দাঁড়িয়ে কয়েকজন পুরুষ হাত নেড়ে হুমকির ভঙ্গিতে চিৎকার করছে। নিচেও থেমে নেই উত্তেজনা, সেখান থেকেও ইট-পাটকেল ছোড়াছুড়ি চলে।

স্থানীয়রা জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে গ্রামবাসী এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন বলেন, পারিবারিক বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।

লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, মারামারির খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর