সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
মো. মোস্তফা

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. মোস্তফা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশ ও নিহতের স্বজনরা এই বিষয়টি জানান।


বিজ্ঞাপন


এর আগে ১২ জুন বৃহস্পতিবার রাতে স্থানীয় মাদক কারবারি সোহেল গংরা মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও পিঠে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল ও নিহত মোস্তফা একই গ্রামের বাসিন্দা। সোহেলের ভাই ফয়সাল এক দোকানির কাছ থেকে পেট্রোল আনার কথা বলে চার হাজার ৬০০ টাকা নিয়ে আত্মসাৎ করেন। দোকানদার জাহাঙ্গীর মোস্তফার আত্মীয় হওয়ায় তিনি বিষয়টি নিয়ে সোহেল গংদের সঙ্গে কথা বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে মোস্তফাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হামলা চালানো হয়।

নিহতের ভাই মো. আলাউদ্দিন বলেন, আমার ভাইকে রাত ১০টার দিকে ঘর থেকে ডেকে পিটানো ও ছুরিকাহত করা হয়। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমি ভাই হত্যার বিচার চাই।

স্থানীয়রা জানান, সোহেলগং এলাকায় চিহ্নিত মাদক কারবারি। একাধিকবার তারা মাদকসহ গ্রেফতার হয়েছে। অনেকে মনে করছেন, মোস্তফা তাদের মাদক কারবারে বাধা হয়ে দাঁড়ানোয় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, নিহতের ভাই আলাউদ্দিনের অভিযোগের ভিত্তিতে চারজনকে আসামি করে থানায় মামলা হয়। ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে দু’জন জামিন পেয়েছেন। আহত যুবকের মৃত্যুতে মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর