চাঁপাইনবাবগঞ্জে কিশোর সিহাব হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় দেন।
বিজ্ঞাপন
দণ্ডিত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মণ্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৩১ আগস্ট জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি থেকে বের হয়। পরে আসামিরা ভ্যানটি ভাড়া করে মাধাইপুর এলাকায় নিয়ে যায়। সেখানে সিহাবকে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যানটি নিয়ে যায়। পরে ওই এলাকার একটি আখখেত থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক মো. মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে বেকসুর খালাস দেন আদালত।
প্রতিনিধি/এসএস