শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

পিরোজপুরে আইনজীবী হত্যাচেষ্টা মামলায় ৪ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:০২ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে আইনজীবী হত্যাচেষ্টা মামলায় ৪ আসামি কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঈদের নামাজ শেষে আইনজীবী আবুল কালাম মো. খালিদের উপরে হত্যাচেষ্টা হামলার ঘটনায় ৪ জন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।


বিজ্ঞাপন


কারাগারে প্রেরণ করা আসামিরা হলো, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫) ।

1000131798

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ ঈদের দিনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো. খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই তার প্রতিপক্ষ আসামিরা তাকে হত্যার উদ্দেশে দলবল নিয়ে তার উপরে দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে বাঁচাতে এলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমা মেরে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার জখম গুরুতর হওয়ায় তাকে মঠবাড়িয়া হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

আরও পড়ুন

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ: হেলপার গ্রেফতার

পরে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হলে আসামিরা পলাতক ছিল। মঙ্গলবার মামলার আসামি আব্দুর রাজ্জাক ওরফে রঞ্জু, মনির হোসেন, রিয়াদুল করিম ওরফে আরজু ও রিয়াজ আদালতে হাজির হলে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর