শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

সাদুল্লাপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:১২ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি পুকুরে ডুবে নুর নাহার আকতার (১৩) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত্যু নুর নাহার আকতার ওই গ্রামের নুরুন্নবী মিয়া ও মাজেদা বেগম দম্পতির মেয়ে।

আরও পড়ুন

ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্বজনরা জানায়, নুর নাহার আকতার একজন মানসিক প্রতিবন্ধী। সে মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এ পুকুরে হাত দেখতে পায়। দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর নাহার আকতারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য মোজাহিদুল ইসলাম বলেন, পুকুরের পানিতে পড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা খুবই হৃদয় বিদারক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর