নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় আসাদুল ইসলাম (৫০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আসাদুল ইসলাম (৫০) বেতগাড়া গ্রামের মৃত ওয়াজ উদ্দীনের ছেলে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল করিমের পুকুরে মাহিন (৮) নামের এক শিশু মরদেহটি ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ডোমার থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলাম বলেন, আসাদুল দীর্ঘদিন ধরে বয়স জনিত নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়তেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস