শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ফেনীতে যুবলীগ নেতা সাদ্দাম হাজারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

Arrest

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা চেষ্টার মামলায় যুবলীগ নেতা নজরুল ইসলাম সাদ্দাম হাজারী রিয়াদকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৭ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


সাদ্দাম ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে নির্বিচারে ছাত্রদের উপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা দুই মামলায় এজহারভুক্ত আসামি ছিলেন।

আরও পড়ুন

হবিগঞ্জের হত্যা মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফেনী শহরের বিভিন্ন স্থানে অপরাধীদের গ্রেফতারে অভিযান চালায় ফেনীস্থ র‌্যাব-৭ এর একটি দল। এ সময় শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতান সংলগ্ন স্থান থেকে হত্যা চেষ্টা ও নাশকতার দুই মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেফতার করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতার আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, র‌্যাবের হাতে গ্রেফতার যুবলীগ নেতা সাদ্দামকে মঙ্গলবার ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর