হবিগঞ্জ জেলার একটি হত্যা মামলার পলাতক আসামি সোহেল মিয়াকে (৪৫) ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর মঙ্গলবার (১৭ জুন) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় হবিগঞ্জের মাধবপুর থানায় প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোহেল মিয়া হবিগঞ্জ জেলার সদর উপজেলার মজলিশপুর গ্রামের মো. নুর মিয়ার ছেলে। তিনি ১৬ এপ্রিল মাধবপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি। ঘটনার পর থেকেই তিনি ফেনীতে এসে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় সিলেট র্যাব-৯ ও চট্টগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনীস্থ চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক মো. মিজানুর রহমান বলেন, সিলেট র্যাব-৯ এর আওতাধীন হত্যা মামলার আসামিকে ফেনীস্থ র্যাবের সহায়তায় ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস