যশোরের মণিরামপুরে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের জামতলা দোনার নামক জায়গায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নগদ’র এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে থেকে প্রাইভেটকারযোগে মণিরামপুর অফিসের উদ্দেশে রওনা হন। পথ্যিমধ্যে জামতলায় পৌঁছালে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। এসময় নগদ’র এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল ইসলাম, জবেদা খাতুন জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন প্রাইভেটকারের গ্লাস ভাঙা অবস্থায় পাশে দু’জন দাঁড়িয়ে আছে। টুকু নামের অপর এক মাঠ শ্রমিকের বরাত দিয়ে তারা জানান, ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে যশোরের দিকে পালিয়ে যেতে দেখেছেন।
দ’র সুপার ভাইজার (মণিরামপুর অফিস) আবু সাঈদ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান। তিনি বিষয়টি শুনে ঘটনাস্থলে যান।
প্রাইভেটকার চালক সাজু হোসেন বলেন, পিছন থেকে দুই মোটরসাইকেল প্রাইভেটকারের সামনে পড়লে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গ্লাস ভেঙে তাদের মারধর শুরু করে। এরমধ্যে ব্যাগ নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান।
প্রতিনিধি/এসএস