সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজীর বাজার মাছঘাটের নিরাপত্তার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

কাজীর বাজার মাছঘাটের নিরাপত্তার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন 

হাতিয়ার কাজীর বাজারের জেলে ও ব্যবসায়ীদের জীবন-জীবিকার উৎসস্থল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়। এ সময় তারা মাছঘাটের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

রোববার (১৫ জুন) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাজীর বাজার মৎস্য ঘাটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় দুই হাজার নারী-পুরুষ একত্রিত হন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ

এ কর্মসূচিতে বক্তব্য দেন - মৎস্য ব্যবসায়ী ওছমান গনি, নাজিম উদ্দিন ও নাসির উদ্দিন এবং জেলে সম্প্রদায়ের প্রিয়লাল মাঝি, ভীষ্মের জলদাস ও মালতি বালা জলদাস প্রমুখ।

কাজীর বাজার বেড়িবাঁধের ওপর অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে তারা এ এলাকায় মৎস্য আহরণ ও ব্যবসার সঙ্গে জড়িত। এ মাছঘাট তাদের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত। ঘাটের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু মাটি দেওয়া হচ্ছিল, কিন্তু একটি অসাধুচক্র তাতে বাঁধা দিচ্ছে। তারা বলেন, চক্রটি এ ঘাটের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। এ জন্য তারা উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে ভীষ্মের জলদাস বলেন," আমরা এ ঘাটে ব্যবসা করতে না পারলে কোথায় যামু।"


বিজ্ঞাপন


প্রিয়লাল মাঝি বলেন, এখানে আশি শতাংশ মানুষ জেলে, আমরা যাতে নিরাপদে এবং মিলেমিশে মৎস্য ব্যবসা করতে পারি- প্রশাসনের কাছে সেই সহযোগিতা চাই। "

আরও পড়ুন: বরিশালে সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন 

নাসির উদ্দিন বলেন, ‘কিছু বহিরাগত চাঁদাবাজ আমাদের এ রুটি-রুজির একমাত্র ব্যবসা ঘাট বন্ধের পাঁয়তারা করছে, আমরা সরকারের সহযোগিতা চাই।’

নাজিম উদ্দিন বলেন, "এখানে পাঁচ-ছয় হাজার মানুষ আজ তাদের জীবন-জীবিকার প্রয়োজনে রাস্তায় নেমেছে। তিনি বলেন, বহিরাগত যারা এ ঘাটের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়- তারা এ ঘাটের বিরুদ্ধে লেগেছে, প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। আমরা দলবল নির্বিশেষে প্রশাসনের সহযোগিতা চাই।"

পরে ‘নিরাপদে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চাই, মৎস্য ঘাটের নিরাপত্তা চাই, প্রশাসনের সহযোগিতা চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে মৎস্য ঘাট এলাকায় মিছিল করেন তারা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর