সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভয়নগরে প্রবাসীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

Kill

যশোরের অভয়নগরে দুবাই প্রবাসী হাসান খালাসিকে (৩১) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ জুন) উপজেলার ৮ নম্বর সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের এ হত্যাকাণ্ড ঘটে।


বিজ্ঞাপন


নিহত নাউলি গ্রামের হাবিবুর খালাসীর ছোট ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ জন্য পুলিশ এলাকা থেকে চারজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাউলি বাজার সংলগ্ন চাদের বিলের ঘেরের পাড়ের পাশ থেকে হাসানের লাশ উদ্ধার করা হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন

নরসিংদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নিহতের বড় ভাই এস এম মুন্না জানান, কুয়েত থেকে ৪ মাস বাড়িতে এসেছে। দেড় মাস আগে তাকে বিয়ে দিয়েছি। আমার ভাই সহজ সরল এবং ভালো মানুষ ছিল। সে সবার সাথে সুন্দরভাবে মিশতো। কিছুদিন ধরে সে বাড়ির আশপাশের কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিত। কীভাবে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বুঝতে পারছি না। তার তেমন কোনো শত্রু ছিল না। তবে অর্থনৈতিক লেনদেনে তাকে হত্যা করতে পারে। তবে কয়েকদিন কিছু লোকের সঙ্গে মেলামেশা করছে। তারা কেউ ভালো লোক ছিল না।


বিজ্ঞাপন


অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, নাউলি এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও ডিবিসহ টিম কাজ করছে। লাশের সুরতাল করে মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর