সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরসিংদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

নরসিংদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্ধুর আঞ্চলিক সড়কের গজারিয়ার ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

আরও পড়ুন

ঝিনাইদহে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর