মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

Drug

চাঁদপুরের মতলব দক্ষিণ, শাহরাস্তি ও কচুয়া উপজেলায় পৃথক যৌথ বাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১৪ জুন) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ দুপুরে কচুয়া উপজেলার কড়ৈয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. শুক্কুর আলম (৩৫) ও মো. মোস্তফা কামালকে (৪৫) গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা।

একইদিন দুপুর দেড়টার দিকে শাহরাস্তি উপজেলার চিতষী এলাকা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গ্রেফতার হয় মাদককারবারি মো. হিরন মিয়া (৩৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট।

আরও পড়ুন

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬২ হাজার টাকা জরিমানাসহ ৭ মামলা

অপরদিকে একইদিন সকালে মতলব দক্ষিণ উপজেলার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মো. সিয়াম হোসেন (১৮) ও মো. মাসুদ রানা (১৯) নামে দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল ও দু'টি মোবাইল ফোন।


বিজ্ঞাপন


এসব পৃথক অভিযানে জব্দ দ্রব্যসামগ্রী ও গ্রেফতার ব্যক্তিদের স্ব স্ব থানায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর