মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬২ হাজার টাকা জরিমানাসহ ৭ মামলা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৮:৫১ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬২ হাজার টাকা জরিমানাসহ ৭ মামলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভোক্তা অধিকার লঙ্ঘন ও পরিবেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ জুন) উপজেলার বাস কাউন্টার ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে একাধিক গুরুত্বপূর্ণ অনিয়ম চিহ্নিত করা হয়। বিশেষ করে, গণপরিবহন খাতে বাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়, দোকানগুলোতে মূল্য তালিকা অনুপস্থিত থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির ঘটনা ধরা পড়ে।

অভিযান শেষে ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনগণ যেন প্রতারিত না হন এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য পরিবহন সেক্টরে ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে, তা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় বেআইনি। আবার, নিষিদ্ধ পলিথিন বিক্রি পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ। এ সব অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

অভিযানে বাস কাউন্টার পরিচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় অপরাধে, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চকলেট ও বিভিন্ন খাদ্যদ্রব্য ও পোল্ট্রি ফিড বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিক, বাস কাউন্টার ও পোল্ট্রি মালিকদের মোট ৬২ হাজার টাকা জরিমানাসহ ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাজার ব্যবসায়ীদের সচেতন করা হয় যে, দোকানে মূল্য তালিকা টানানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করা এবং পলিথিনের ব্যবহার পরিহার করা আইনি দায়িত্বের অংশ। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন নেছারাবাদ থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জনসাধারণ এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে নিয়মিত ও জোরালো করার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর