মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সিন্দুরখান বিওপির একটি টহলদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিজলাগাঁও নামক স্থানে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আত্মগোপন করে।

এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় প্রায় ২০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিকস আটক করে জব্দ করতে সক্ষম হয়। বিজিবির পক্ষ থেকে আটক মালামালের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ জুন) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ওই পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করে।

আরও পড়ুন

গাইবান্ধায় মহাসড়কে ২৯ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি বলেন, ঊর্ধ্বতন দফতরের দিক-নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ লক্ষ্যে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি, যা সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবির চলমান চোরাচালান বিরোধী অভিযানের প্রতিফলন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ১৩ ও ১৪ জুন পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৮২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর