রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার সেনভাগ এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত নারীর নাম সঞ্চিতা (৪০)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর গ্রামের শ্যামল কর্মকারের স্ত্রী। আর আহতরা হলেন- ভ্যানচালক আকছেদ আলী (৪৮), ভ্যানযাত্রী মনিষা (১৫), সুজিত (২), রত্না (২৫) ও সুচিত্রা (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শ্যামল কর্মকারের পরিবার ভ্যানযোগে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ার ম্যাচপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ নামক স্থানে পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে একটি বাঁশ বোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সঞ্চিতা ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় ভ্যানের চালক আকছেদ আলী, মনিষা, সুজিত, রত্না ও সুচিত্রা ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুরুতর আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয় লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ভ্যানচালক আকছেদ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী বলেন, ঘটনাস্থলে গিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস

