ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিন (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সোতাশি ব্রিজসংলগ্ন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে। প্রায় এক বছর ধরে তিনি মহম্মদপুর থানায় দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। সোতাশি ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, ‘আহত অবস্থায় বোরহান উদ্দিনকে হাসপাতালে আনা হলে দেখা যায়, তার মাথার পেছনে গুরুতর আঘাত লেগেছে এবং মস্তিষ্ক বেরিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। সম্ভবত তিনি হেলমেট পরিধান করেননি।’
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

