সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাট সীমান্তে আবারও ১২ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাট সীমান্তে আবারও ১২ জনকে পুশইন

লালমনিরহাটের দুই উপজেলার তিন সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার (১৪ জুন) ভোরের দিকে পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিজিবি ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ তিনজনকে পুশইন করলে তারা বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে চলে আসে। সকালে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের।

আরও পড়ুন

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ

এদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে অপর ছয় নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তবে পরবর্তীতে বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ার এপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর