রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

শনিবার (১৪ জুন) ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রি পাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_VideoCapture_20250614-115501

আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করেছে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৩ জন ও শিশু ৪ জন।

আরও পড়ুন

গোলাবাড়ি সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

পরে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হবে। আর ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরতের ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

thumbnail_VideoCapture_20250614-115446

এদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীন পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার  ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিত গছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশিকে পুশইন করেছে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে ৫ জনকে আটক করেছে বিজিবি। তারা বর্তমানে বিজিবির হেফাজতে আছেন। তেঁতুলিয়া উপজেলায় আটক ৫ জনের বাড়ি যশোর জেলায়। তাদের মধ্যে এক নারী গর্ভবতীয় থাকায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর