সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজিবির অভিযানে ভারতীয় চুইঝালসহ সাড়ে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

Operation

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৬ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে ১১টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে প্রায় ৬৪ লাখ ৫২ হাজার ২১০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহলদল মাধবপুর উপজেলাধীন সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় চুইঝাল জব্দ করে।

thumbnail_Habiganj_Pic-21

এছাড়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কাদালংকা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে একটি আকস্মিক চোরাচালানি বিশেষ অভিযান পরিচালনা করার লক্ষ্যে বিজিবির টহলদল কৌশলগত অবস্থান নেয়। এ অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের বহন করা মালামাল রেখে পালিয়ে যায়। এতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি জব্দ হয়।

আরও পড়ুন

নড়াইলে মাদক কারবারি ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অপরদিকে চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া বিওপি ও মাধবপুর উপজেলাধীন হরিণখোলা, মনতলা বিওপি এবং শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও সিন্দুরখান বিওপিতে পৃথক ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাঁজি, চিনি এবং ২টি বাইসাইকেল জব্দ করা হয়।

৮ থেকে ১৩ জুন পর্যন্ত ৬ দিনে ১১টি পৃথক অভিযানে জব্দ করা মালামালগুলো নিয়মানুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

thumbnail_Habiganj_Pic-23

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি বলেন, ঊর্ধ্বতন দফতরের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ লক্ষ্যে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান করা পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি, যা সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবির চলমান চোরাচালান বিরোধী অভিযানের প্রতিফলন।

উল্লেখ্য, চলতি জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১ কোটি ২৬ লাখ ১৭ হাজার ২৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর