মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে মাদক কারবারি ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ১১:১৪ এএম

শেয়ার করুন:

Operation

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা অভিযানে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রাম থেকে অনলাইন প্রতারক চক্রের ১ জন ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া।

জানা গেছে, বর্তমানে অনলাইন প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন। দেশের বিভিন্ন থানায় প্রতিদিন শত শত অভিযোগ দিচ্ছে। বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে অনলাইনে প্রতারিত হয়ে মামলা করতে বাধ্য হচ্ছে এসব ভুক্তভোগী। এছাড়াও বর্তমানে মাদককে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এসব বিষয় আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতব্যাপী অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন চক্রের ১ সদস্য ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১৭

এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই, ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।


বিজ্ঞাপন


এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর