সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই পারাপার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে ঈদ যাত্রায় ভোগান্তি ছাড়াই পারাপার

এবার ঈদে যাত্রায় পাটুরিয়া-আরিচা ঘাটসহ মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তি ছাড়াই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বাড়ি যাচ্ছেন।

শুক্রবার (৬ জুন) ভোর থেকেই ঘাট এলাকায় যাত্রীসহ যানবাহনের চাপ থাকলেও ভোগান্তিতে পরতে হয়নি যাত্রীদের। স্বস্তিতেই ফেরি বা লঞ্চে করে নদী পার হয়ে গন্তব্যের দিকে ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ।


বিজ্ঞাপন


এই বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ সালাম হোসেন।

ঘাট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর পর থেকে দেশের অন্যতম বৃহত্তম নৌ-বন্দর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে। তবে ঈদসহ অন্যান্য উৎসবের সময় এই নৌপথে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়ে যায়। কিন্তু নৌপথে পর্যাপ্ত ফেরি থাকায় বিগত কয়েকটি ঈদে যানবাহন ও যাত্রীরা ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফেরিঘাট পার হয়ে নিজ গন্তব্যে পৌঁছেছেন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৭টি ফেরি চলাচল করছে। অন্যদিকে কাটা বাসের যাত্রীদের পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি লঞ্চ এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ সালাম হোসেন বলেন, আজ ভোর থেকেই ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। তবে আমাদের পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রী ও যানবাহন চালকদের তেমন কোনো ভোগান্তি হচ্ছে না।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘রাতভর যানবাহন ও যাত্রীর বেশ চাপ ছিল, তবে সকালের দিকে অপেক্ষমাণ সকল যানবাহনই পারাপার করতে পেরেছি। এখন ঘাট এলাকায় পরিবহন বাস এবং ব্যক্তিগত ছোট গাড়ির তেমন কোনো লম্বা সাড়ি নেই।’

এ বিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন জানান, মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে ঘরে ফিরছেন।

তিনি আরও জানান, আরিচা ঘাটে ফেরি কম থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও পাটুরিয়া ঘাট এলাকা দিয়ে কোনো ভোগান্তি ছাড়াই মানুষ নৌপথ পার হচ্ছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর