ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় মাথার খুলিবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (৯ জুন) বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির দেহ থেকে মাথা আলাদা হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রেললাইনের পাশে মস্তকবিহীন নিহত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে কী কারণে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার সময় নিহতের চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম-পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে রেলওয়ে পুলিশ।
এদিকে রেল পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দিলীপ কুমার বলেন, মরদেহটির একটি হাত থেঁতলানো এবং মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি একটি ট্রেন দুর্ঘটনা। মরদেহটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে। সেখানে সিআইডির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এমইউ