বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

শিবচরে নিজ ঘর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

শিবচরে নিজ ঘর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে সকাল আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রোববার (৮ জুন) রাত ৮টার দিকে নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত সকাল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের মিলন মোল্লার মেয়ে এবং উপজেলার নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে দেয় সকাল আক্তার। পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেলে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করেন স্বজনরা। গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানকার চিকিৎসক সকালকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এক কলেজছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের লোকজন মেয়েটিকে আবার ফরিদপুর নিয়ে গেছে। পুলিশ হাসপাতালে গিয়ে কাউকেই পায়নি। 

স্বজনদের ধারণা মেয়েটি এখনও জীবিত আছে, এজন্য তারা ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। কলেজছাত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধানের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর