বিয়ের মাত্র ৩৩ দিন পার না হতেই স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (০৮ জুন) সকাল সাড়ে ১১টায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়। এরপর অভিযুক্ত স্বামী নুরনবী ইসলামকে (২৫) আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বোচাগঞ্জে ধানখেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বৃষ্টি (২১) নীলফামারী সদর উপজেলার চওড়া আঞ্জুমান পাড়া এলাকার আলাউদ্দীনের মেয়ে। গত ৬ মে পারিবারিকভাবে তার বিয়ে হয় ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার ইউসুফ আলীর ছেলে নুরনবী ইসলামের সঙ্গে।
বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। বৃষ্টি উচ্চতায় কিছুটা খাটো হওয়ায় এ নিয়ে প্রায়ই তাকে অপমান করা হতো। তবে আটক নুরনবী ইসলামের স্বজনদের দাবি - আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।
বিজ্ঞাপন
নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, "কয়েক দিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।"
ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুর মিয়া বলেন, “নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আজ রোববার রাত ৮টার দিকে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ