রোববার, ১৫ জুন, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।

নিহত আকাশ হাওলাদার (৩৩) মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপরদিকে আহত জসিমউদ্দীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


বিজ্ঞাপন


পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেইল-কে বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, নির্দেশনা না মেনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। 

হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগও হয়েছে। এখন আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর