বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

শুক্রবার (৬ জুন) বিকেল ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরলো ৮ প্রাণ

নিহতরা হলেন - পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)। এছাড়া আহত হয়েছেন একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির (২৫)।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, এলাকাজুড়ে শোক


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন যাত্রী চন্ডীপাশার কোদালিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে তারা সামনের দিকে চলমান একটি বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, হাসপাতালে আনার পর দেখা যায় যে দুলাল মিয়া তার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। অপর আহত শাহাব উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হলেও স্বজনরা তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর