ময়মনসিংহের সড়ক-মহাসড়কগুলোর বিভিন্ন স্থানে বছরের দু’টি ঈদে তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
তবে সেনাবাহিনীর তৎপরতায় গত ঈদুল ফিতরে সড়ক ছিল যানজটমুক্ত। ফলে যানজটের ভোগান্তি ছাড়াই গন্তব্যে যেতে পেরেছেন সব শ্রেণি-পেশার মানুষ। এবারও ঈদুল আজহায় সড়কে নেই যানজট, যার মূলে রয়েছে সেনাবাহিনীর তৎপরতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গুলিস্তান টু রাজবাড়ী রুটে বিআরটিসি এসি বাসের উদ্বোধন
শুক্রবার (৬ জুন) রাত ৯টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে দেখা যায়, ট্র্যাফিক ও থানা পুলিশের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। মোড়ের আশপাশে কোনো ধরনের যানবাহন থামতে দিচ্ছেন না তারা। গুটিকয়েক গাড়ি থামতে চাইলে যাত্রী ওঠানোর জন্য যৎসামান্য সময় দিচ্ছেন সেনা সদস্যরা। এছাড়া দ্রুত মোড় ত্যাগ করতে যানবাহনের চালকদের বাধ্য করা হচ্ছে।
চালক, যাত্রী ও স্থানীয়রা জানান, ঈদের কয়েক দিন আগে থেকে সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তখন সৃষ্টি হয় তীব্র যানজট। এ ধরনের চিত্র বহু বছর ধরে দেখে আসলেও গত ঈদুল ফিতরে যানজট ছিল না।
আরও পড়ুন: চিংড়িতে ক্ষতিকর জেলি পাওয়ায় মাছ বিক্রেতাকে জরিমানা
বিজ্ঞাপন
কারণ, ওই ঈদের আগে পুলিশ ও প্রশাসন চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। তখন সড়কে যানজট না থাকায় পুলিশ ও প্রশাসন প্রশংসাও কুড়িয়েছে। কোরবানির ঈদেও (ঈদুল আজহা) পুলিশ ও প্রশাসনের চেষ্টার পাশাপাশি সেনাবাহিনীর তৎপরতায় যাত্রীরা সন্তুষ্ট হন। কারণ, সড়কে ছিল না যানজট। এবারও সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ যানজট সৃষ্টি হয় এ ধরনের মোড়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় যানজটের কবল থেকে মুক্তি পেয়েছে নাড়ির টানে ঘরমুখো লোকজন।
ময়মনসিংহ ট্র্যাফিক পুলিশের পরিদর্শক আবু নাছের মো. জহির বলেন, যানজট নিরসনে আমাদের চেষ্টার কমতি ছিল না। ট্র্যাফিক পুলিশের সদস্যরা দিন-রাত কাজ করেছেন। পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর চেষ্টায় যানজটের ভোগান্তি ছিল না।
প্রতিনিধি/ এমইউ