সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

চিংড়িতে ক্ষতিকর জেলি পাওয়ায় মাছ বিক্রেতাকে জরিমানা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

চিংড়িতে ক্ষতিকর জেলি পাওয়ায় মাছ বিক্রেতাকে জরিমানা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে চিংড়িতে ক্ষতিকর জেলি পাওয়ায় মাছ বিক্রেতা মো. আলাই মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস মোবাইল কোর্ট পরিচালনা করে ওই পরিমাণ জরিমানা আদায় করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দিলেন জেলা প্রশাসক

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রাতে এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও পল্লব হোম দাস বলেন, অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ওই মাছ বিক্রেতাকে জমিরানা করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু


বিজ্ঞাপন


এ সময় বিক্রেতা মো. আলাই মিয়া প্রতিজ্ঞা করে বলেন যে এভাবে জেলিযুক্ত চিংড়ি মাছ আর বিক্রি করবেন না। পরে জেলিযুক্ত প্রায় চার কেজি চিংড়ি মাছ জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর