মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) রাত ৯টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন
তিনি একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের অর্জুন বিশ্বাসে ছেলে।
বিধান কদমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর গত ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করা হয়। বাদী হয়ে মামলাটি দায়ের করেন রাজৈর উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। সেই মামলায় বিধান বিশ্বাসকে ৩২ নম্বর আসামি করা হয়।
এরপরই তিনি গা ঢাকা দেন। শুক্রবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে বিধান তার নিজ দোকানে বসে ছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেফতার করে রাজৈর থানার পুলিশ।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, চেয়ারম্যান বিধান বিশ্বাস একটা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুর আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/ এমইউ