পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জুন) বাদ জুমা কুসুম্বা মসজিদের প্রধান ফটকের সামনে কুসুম্বা মসজিদের মুসল্লিদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন - জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপুসহ অন্যান্যরা।
আরও পড়ুন: জাতীয় কবি নজরুলের ভালোবাসার শহর কুমিল্লা
বক্তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।
জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব বলেন, 'কুসুম্বা মসজিদ ইসলামী ঐতিহ্যের নিদর্শন। সেই মসজিদের ছবি প্রত্যাহার করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।'
বিজ্ঞাপন
আরও পড়ুন: বোচাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা
অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে মন্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
এর আগে গত মঙ্গলবার উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচ টাকার নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার নেতারা আলাদাভাবে স্মারকলিপি প্রদান করেন।
প্রতিনিধি/ এমইউ