শেরপুর সদরের তারাকান্দি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক এ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হলো না জাপান প্রবাসীর
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোনার বাংলা বাস সার্ভিসের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে শেরপুর আসছিল। বাসটি ৬ জুন শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে শেরপুর -ঢাকা মহাসড়কের তারাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাত যাত্রী মারা যায় এবং অন্তত ১৫ জন আহত হন। বাসে আটকা পড়া ছয়জন আহত যাত্রী ও নিহত ব্যক্তিকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এছাড়া অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধি/ এমইউ

