সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুলবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

ফুলবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কৃষক নিহত

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো একই গ্রামের আবদুল লতিফের মেয়ে ইসরাত জাহান লিজা (৫) ও শরীফ তরফদারের ছেলে মিরাজ হাসান তরফদার (৭)।

আরও পড়ুন: ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে পুকুরের কিনারায় সামান্য পানিতে গোসল করছিল ওই দুই শিশু। একপর্যায়ে দু’জনই বেশি পানিতে চলে যায়। 

অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় শিশুদের পুকুরে ভাসতে দেখেন তারা। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দু’জনকেই মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর